মহাগ্রন্থ আল-কোরআন যে সকল মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছে, ইতিহাস তার মধ্যে অন্যতম। এই অর্থে কোরআনের মৌলিক বিষয় সমূহের একটি হল ‘ইতিহাস’।
মহাগ্রন্থ আল-কোরআন ইতিহাসের কোন বই না হওয়া সত্ত্বেও এর দুই তৃতীয়াংশ ঐতিহাসিক ঘটনা সমূহের বর্ণনা দেওয়া হয়েছে।
ঐতিহাসিক ঘটনা সমূহ এবং এই সকল ঘটনায় উল্লেখিত ব্যক্তিবর্গকে মূল্যায়ন করার সময় কিভাবে মূল্যায়ন করতে হবে এই বিষয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে।
তবে এই ক্ষেত্রে তিনটি আয়াত খুবই গুরুত্ত্বপূর্ণ।
১।
﴿لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُولِي الْأَلْبَابِ ۗ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ﴾
”পূর্ববর্তী লোকদের এ কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে৷ কুরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয় বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ, আর যারা ঈমান এসেছে তাদের জন্য হেদায়াত ও রহমত”৷ (সূরা ইউসুফ ১১১)
২।
فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ﴾
তুমি এ কাহিনী তাদেরকে শুনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা -ভাবনা করবে৷ (আরাফ ১৭৬)
৩।
﴿وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ ۚ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ﴾
”আর হে মুহাম্মদ! এ রসূলদের বৃত্তান্ত, যা আমি তোমাকে শোনাচ্ছি, এসব এমন জিনিস যার মাধ্যমে আমি তোমার হৃদয়কে মজবুত করি৷ এসবের মধ্যে তুমি পেয়েছো সত্যের জ্ঞান এবং মুমিনরা পেয়েছে উপদেশ ও জাগরণবাণী”৷ (হুদ-১২০)
এই আয়াত সমূহ থেকে ইতিহাস বুঝার ক্ষেত্রে আমরা ৫ টি পন্থা পেয়ে থাকি।
১। আকলকে ব্যবহার করা।
২। শিক্ষা গ্রহন করা।
৩। চিন্তার উপাদান তৈরি করা।
৪। হৃদয় মনের মযবুতি অর্জন করা।
৫। নিজেদের কর্তব্য নির্ধারণ করা।
যে কোন ঘটনা কিংবা ইতিহাসকে মূল্যায়ন করার জন্য এই সকল বিষয় সমূহ খুবই জরুরী।
ইতিহাস থেকে বার্তা (মেসেজ) গ্রহণ করতে হলে যে পন্থা অবলম্বন করতে হবেঃ
১। ইতিহাস কাউকে নিন্দা করার জন্য কিংবা কারোর প্রশংসায় পঞ্চমুখ হওয়ার জন্য কোন উপাদান নয়।
২। যে কোন ধরণের মুবালাগা (অতিরঞ্চন) ই হাকীকতের পথে সবচেয়ে বড় শত্রু।
৩। ইতিহাসের নায়ক কোন ফেরেশতা নয় মানুষ।
৪। সব ভালো কিংবা সব খারাপ এমন কোন বিষয় ইতিহাসে নেই।
৫। ব্যক্তি পূজা ইসলাম কখনোই ভালো চোখে দেখে না
.
মূলঃ উস্তাজ আমীন ইলদিরিম
অনুবাদঃ বুরহান উদ্দিন আজাদ


