রোয়াক কি?

বাংলা ভাষায় চিন্তার বিনির্মাণের উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করলো ‘রোয়াক’ ব্লগ।

বিশেষ উদ্বোধনী প্রোগ্রামে ব্লগের উদ্বোধন ঘোষণা করেন ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট, প্রকৌশলী আশিকুর রহমান সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্সটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদাউস, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তারেক সাইফুল্লাহ ও ত্রৈমাসিক মিহওয়ারের সহ-সম্পাদক ফজলে এলাহী, আকবর হোসেন সহ অনেকেই। প্রোগ্রাম উপস্থাপনায় ছিলেন রোয়াকের নির্বাহী সম্পাদক সায়েম মুহাইমিন। প্রত্যেকেই তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রাণবন্ত আলোচনা তুলে ধরেন।
 
পাশাপাশি “ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট” এর অনলাইন মুখপাত্র সমূহের একটি অন্যতম মাধ্যম হিসেবেও রোয়াক ব্লগ কাজ করে যাবে।
আশাকরছি সবাই নিয়মিত পাঠ পর্যালোচনা, লেখনী, অনুবাদ ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।
 
মহান প্রভুর নিকট আমাদের চাওয়া, জ্ঞানের অসীম আন্দোলনে আমাদের প্রচেষ্টা যেন সামান্যতম হলেও অবদান রাখতে সক্ষম হয়। আমীন।
Scroll to Top