ইমাম রশিদ রিদার দৃষ্টিতে আল-কোরআনের মাকাসিদ

প্রখ্যাত মুফাসসির ইমাম রশিদ রিদার দৃষ্টিতে আল-কোরআনের মাকাসিদসমূহঃ

১। কোরআনের সবচেয়ে বড় মাকসাদ হল, দ্বীনী ক্ষেত্রে ইসলাহ (সংশোধন)। আর এই বিষয়টি তিনটি দৃষ্টিকোণ থেকে করে থাকে।

ক) আল্লাহর প্রতি ঈমানের দৃষ্টিকোণ থেকে।

খ) আখিরাতে পুনরুত্থান ও সেখানের শাস্তি ও পুরস্কারের চিন্তাকে জাগ্রত করার দৃষ্টিকোণ থেকে।

গ) আমলে সালেহর দৃষ্টিকোণ থেকে।
অর্থাৎ প্রথম মাকসাদ হল দ্বীনের বিষয়ে আমাদের মনে সঠিক একটি দৃষ্টিভঙ্গিকে গ্রোথিত করে দেওয়া।

২। নবুয়তের বিষয়কে তুলে ধরার পাশাপাশি নবীদের দায়িত্ব ও কর্তব্যকে মানুষের সামনে উন্মোচিত করে দেওয়া। কেননা এই বিষয়টি ওহীর জ্ঞান ব্যতীত মানুষের পক্ষে জানা সম্ভব নয়।

৩। দ্বীন ইসলাম যে ফিতরাত, আকল, চিন্তা, জ্ঞান, হিকমত, দলীল, প্রমাণ, বিবেক ও স্বাধীনতার সাথে সঙ্গতিপূর্ণ একটি দ্বীন এই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরা।

৪। সামাজিক ও রাজনৈতিক সংশোধন আর এই বিষয়টি আটটি বিষয়ের মধ্যকার ঐক্যের উপর নির্ভর করে থাকে।
সেগুলো হল; উম্মতের মধ্যকার ঐক্য, মানুষের মধ্যকার ঐক্য, দ্বীনের মধ্যকার ঐক্য, আদালতের ভিত্তিতে শরয়ী ঐক্য, ইবাদতের ক্ষেত্রে একতা এবং রুহানী ভ্রাতৃত্ব, খেলাফত বা ইসলামী ঐক্য, আইন ও বিচারের ঐক্য এবং ভাষার ঐক্য।

৫। ইসলামের বৈশিষ্ট্যকে ব্যক্তিগত ইবাদতসহ জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করা।

৬। আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবশালী করে তোলা।

৭। অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার।

৮। যুদ্ধনীতির ক্ষেত্রে সংস্কার। যুদ্ধের ধ্বংসলীলা থেকে উৎখাত করে যুদ্ধকে শুধুমাত্র মানবতার কল্যাণের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা।

৯। ধর্মীয়, মানবিক ও সভ্যতাগত অধিকারসহ নারীদেরকে তাঁদের সকল প্রাপ্য অধিকার দেওয়া।

১০। দাস প্রথার সমূলে মূলোৎপাটন করা।

(উৎসঃ শায়খুল মাকাসিদ প্রফেসর ডঃ আহমাদ আর-রাইসুনী রচিত মাকাসিদুল মাকাসিদ নামক গ্রন্থ থেকে অনূদিত)

অনুবাদঃ বুরহান উদ্দিন আজাদ

১০৫ বার পঠিত

শেয়ার করুন

Picture of রোয়াক ডেস্ক

রোয়াক ডেস্ক

রোয়াক, ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের অনলাইন মুখপাত্র। বুদ্ধিবৃত্তিক ও সময়ের চিন্তাগত সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে যাবে।
Picture of রোয়াক ডেস্ক

রোয়াক ডেস্ক

রোয়াক, ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের অনলাইন মুখপাত্র। বুদ্ধিবৃত্তিক ও সময়ের চিন্তাগত সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে যাবে।

মতামত প্রকাশ করুন

Scroll to Top